১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ঝালকাঠিতে স্কুল-কলেজ পড়ুয়াদের ঘরমুখী করতে পুলিশের অভিযান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঘরমুখী করার লক্ষে শহরের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও সদর থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ গ্রহন করে।

বুধবার সন্ধ্যার পর ঝালকাঠির কলেজ মোড়, সিটি পার্ক, মিনি পার্ক, জেলা স্কুলের সামনে, কীর্তিপাশা মোড়, আকলিমা মোয়াজ্জেম কলেজের সামনে, গাবখান ব্রিজে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঘরমুখী করার জন্যে অযথা আড্ডা দেয়, অহেতুক ঘোরাফেরা বন্ধের জন্যে শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকের সাথে আলোচনা করে সতর্ক করে দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা যাতে সন্ধ্যার পর বিনা কারণে বাহিরে আড্ডা না দিয়ে, ঘরে অবস্থান করে পড়াশুনায় মনোনিবেশ করে সেই লক্ষে আমরা এ অভিযান পরিচালনা করছি। তাৎক্ষনিকভাবে আমরা অভিভাবকদেরকেও তাদের সন্তানদের প্রতি নজর রাখার জন্যে অনুরোধ জানিয়েছি। সন্ধ্যার পর বিনা কারণে শিক্ষার্থীরা অহেতুক ঘোরাফেরা না করতে পারে, সেজন্য পুলিশ এ অভিযান অব্যাহত রাখবে।

সদর থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান বলেন, আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ঝালকাঠি শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ঘরে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করেছি। কিশোর শিক্ষার্থীরা যাতে বিভিন্ন অপরাধে জড়িয়ে না পড়ে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ