১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তালতলীতে ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছে দক্ষিণের মানুষ উপজেলা নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে : বিভাগীয় কমিশনার দুর্গাসাগরে অষ্টমী স্নানোৎসব গণ মানুষের সহযোগীতায় আমি সংসদ সদস্য হয়েছি : গণ সংবর্ধনায় সাংসদ টুকু নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার দুই মৎস্য কর্মকর্তার চাঁদাবাজি ও গণধোলাইয়ের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা আমতলীতে সাংসদ গোলাম সরোয়ার টুকুর গণ সংবর্ধনা নবগঠিত পৌর মেয়র, কাউন্সিলদের পরিচিতি ঝালকাঠিতে উপজেলায় নির্বাচন করতে ২১ বছরের ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ঝালকাঠি ট্রাক চাপায় নেছারাবাদ মাদ্রাসার খাদেম নিহত

ঝালকাঠিতে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :: হঠাৎ করে ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ডায়রিয়ার উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে শিশুসহ কয়েকশত রোগী। জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও হঠাৎ ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

ঝালকাঠি সদর হাসপাতালের তথ্যমতে, গত এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২২৫ জন রোগী। প্রতিদিন শতাধিক ডায়রিয়ার রোগী চিকিৎসা নিচ্ছেন সদর হাসপাতাল থেকে। জেলার হাসপাতালগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় স্যালাইন ও ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝালকাঠি সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৩টি বেড থাকলেও রোগী রয়েছে ৪৫ জন। বিছানায় স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। জায়গা না পেয়ে কেউ কেউ শুধু কলেরার স্যালাইন পুশ করেই বাসায় চলে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাফর আলী দেওয়ান জানান, ঋতু পরিবর্তন ও খাবারে অনিয়ম করার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে কিছু রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। হঠাৎ করে প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্যালাইন এবং ওষুধের জন্য চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। শিগগিরই স্যালাইন ও ওষুধ এসে যাবে।’

ঝালকাঠি সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে স্থান না হওয়ায় বারান্দায় রোগীদের চিকিৎসা।’

সর্বশেষ