২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গলাচিপায় চিড়া-মুড়ি দিয়েই ত্রাণে ক্ষান্ত, ঠায় বসে দুর্গতরা অ্যাজমা কি পুরোপুরি নিরাময় সম্ভব? কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ব্র্যাক প্রতিষ্ঠানের নগদ অর্থ সহায়তা প্রদান বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি রেজাউল বরিশাল ল্যাবএইডে চিকিৎসা নিতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা.... ক্ষতিগ্রস্তদের মাঝে বরিশাল মহানগর জামায়াতের আর্থিক সহায়তা প্রদান পটুয়াখালীর বাউফলে দুঃস্থদের মাঝে চেক বিতরণ বাউফলে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত বরিশালে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রিকালে ২১ কচ্ছপ উদ্ধার বরিশালে আ. লীগ নেতার বক্তব্যে বিপাকে যুবদল নেতা তসলিম

ঝালকাঠি আদালত কক্ষের সোফায় সাপ, পিটিয়ে মারলেন বিচারপ্রার্থীরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির একটি আদালতে বিচারকাজ চলাকালে সোফা থেকে সাপ বের হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরে আদালতে উপস্থিত বিচারপ্রার্থীরা সাপটিকে পিটিয়ে হত্যা করেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আদালতের বেঞ্চ সহকারী শাহ জামাল বলেন, এজলাসে বিচারকাজ চলাকালে আজ দুপুর ১২টার দিকে আইনজীবীদের বসার সোফার পেছনে ফোমের ভেতরে সাপটিকে দেখতে পান আইনজীবীরা। এতে আদালতকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরোজ সবাইকে নিরাপদে থাকতে বলে এজলাসকক্ষ ত্যাগ করেন। পরে আদালতের বিচার কার্যক্রম আজকের মতো মুলতবি করা হয়।

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য মোর্শেদ কামাল বলেন, বিচার কার্যক্রম চলা অবস্থায় আইনজীবীদের বসার সোফার পেছনে একটি সাপ দেখতে পেয়ে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিচারক এজলাস কক্ষ ত্যাগ করেন। একপর্যায়ে সোফাটি আদালতের বাইরে বারান্দায় এনে সাপটিকে মেরে ফেলেন বিচারপ্রার্থীরা।’

সর্বশেষ