২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকা‌ঠি‌তে সরকারি চাকুরি পেতে তথ্য গোপন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ॥
ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ পেতে তথ্য গোপন করার অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে ২টি পদে নিয়োগের নির্ধারিত এলাকায় ৩ /ক রমানাথপুর আদোকাঠি রমনাথপুর রুনশি চৌদ্দঘর)। তথ্য গোপন করে উত্তর পাঞ্জিপুতিপাড়া এলকার সৈয়দা আক্তার সেতু স্বামী আবু হানিফ আবেদন করেন। নির্দিষ্ট এলাকার লোক না হয়েও সরকারি নির্দেশনাকে উপেক্ষা কর নিজেকে রমানাথপুর এলাকার পরিচয় দিয়ে চাকুরী পেতে চেষ্টা চালায় সেতু। লিখিত পরিক্ষায় উত্তীর্নও হয়েছেন তিনি এবং আগামী ১৭ নভেম্বর মৌখিক পরিক্ষায় অংশ গ্রহণ করবেন। আবু হানিফ ঝালকাঠী পৌরসভায় কর্মরত থাকায় নিজের স্ত্রীকে চাকুরী পাইয়ে দেয়া এখন সময়ের ব্যাপার বলে বিভিন্ন মহলে কানাঘুষা চলছে।এব্যাপারে কীর্তিপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রুবেল খন্দকার বলেন- আবু হানিফ উত্তর পাঞ্জিপুতিপাড়া (খানা) এলাকায় বাসিন্দা। তার দাদার বাড়ী একই ওয়ার্ডের অন্যগ্রামে। সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ আঃ ছত্তার বলেন- আবু হানিফ পাঞ্জিপুতিপাড়া গ্রামে বসবাস করেন। জেলা প্রশাসকের মোবাইল ফোনে একাধীকবার কল তিনি রিসিভ করেননি। ফোন রিসিভ না করায় আবু হানিফের বক্তব্যও পাওয়া যায়নি।

সর্বশেষ