২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তাদের কণ্ঠে ‘স্বপ্নের পদ্মা সেতু’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আব্দুল্লাহ আল মামুন (এ আল মামুন), বিনোদন ডেস্কঃ

দ্বার খুলেছে বাঙালীর স্বপ্ন, সাহস, সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর। আমাদের এই আনন্দের সাথে বাড়তি আনন্দ দিতে সাউন্ড বি, ডি ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে নিজস্ব প্রযোজনায় ‘স্বপ্নের পদ্মা সেতু’ শিরোনামের নতুন একটি গান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী জয়, নলক বাবু, শাহানাজ বাবু এবং স্বরণ। গানের কথা ও সুর করেছেন দেশের জনপ্রিয় গীতিকার সুরকার মিল্টন খন্দকার। সংগীত পরিচালনায় মুশিফক লিটু।
গীতিকার মিল্টন খন্দকার বলেন, পদ্মা সেতু আমাদের গর্বের, স্বপ্নের এবং অহংকারের। এখন সেটা বাস্তবে রূপ নিয়েছে।দুই পাড়ের মানুষের মাঝে মিল বন্ধন সৃষ্টি করেছে। এই উৎসবের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে। গানটির কথাগুলো আমি সেভাবেই সাজিয়েছি। শিল্পীরা ও যত্ন করে গেয়েছেন আশা করছি গানটি আপনাদের ভাল লাগবে।
সংগীতশিল্পী জয় বলেন, এরকম সুযোগ বারবার আসবে না। পুরো টিম অনেক কষ্ট করেছি। এ গানে কণ্ঠ দিতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।

সংগীত শিল্পী শাহানাজ বাবু বলেন, আমরা ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। এটা আমাদের গর্বের।
নলক বাবু বলেন, গান করছি অনেক দিন থেকে কিন্তু এ কাজটি করতে অনেক কষ্ট করেছি আনন্দ ও পেয়েছি। রাত জেগে গান করেছি।আবার সারাদিন টলারে ঘুরে ঘুরে শুটিং করেছি।
গানের লিংক-

সর্বশেষ