২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তারেক ও জোবাইদা রহমানের মিথ্যা সাজা বাংলাদেশের মানুষ মানে না

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :::: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে আদালত সাজা দেওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও উত্তর জেলা বিএনপি।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা তারেক-জোবাইদার রায়কে ফরমায়েশি রায় বলে দাবি করেন। বিএনপিকে দমাতেই সরকারের ইশারায় এ রায় প্রদান করা হয়েছে বলে তাদের মন্তব্য।

বক্তারা বলেন, রক্ত-গুম-হত্যা-মামলা করেও বিএনপিকে দমাতে পারেনি। আগামীতে সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি রাজপথে থাকবে।

আগামীতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন হবে হাসিনা সরকারের অধীনে নয় বলে ঘোষণা করেন বরিশাল বিএনপির নেতারা। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তা ঘরে না ফেরার সিদ্ধান্ত নেন।

তারা আরও বলেন, তারেক ও জোবাইদা রহমানের মিথ্যা সাজা বাংলাদেশের মানুষ মানে না। শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই। অবৈধ সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। কোটি কোটি টাকা পাচার করেছে বিদেশে। হাসিনার পেটোয়া বাহিনীকে মোকাবিলা করতে হবে।

সমাবেশে থেকে বরিশাল বিএনপির আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিও জানানো হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দন ফরহাদ, এবায়দুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, মহানগরের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।

এর আগে বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা। আর সমাবেশকে কেন্দ্র করে সদর রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা ছিল।

সর্বশেষ