২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলীতে বকেয়া টাকা চাওয়ায় দোকান ভাঙচুর করলো স্বেচ্ছাসেবক লীগ নেতা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি :: বরগুনার তালতলীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে বকেয়া টাকা চাওয়ায় দোকান ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার ছোটবগী বাজারে ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত মো. জাহিদুল ইসলাম বিশ্বাস ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, ছোটবগী বাজারে মো. বাদল মৃধার কসমেটিকসের ব্যবসা রয়েছে। ওই দোকান থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস বাকিতে মালামাল কেনেন। গতকাল রাতে দোকানমালিক বাদল মোবাইল ফোনে জাহিদুল ইসলামের কাছে বকেয়া টাকা চান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বাদল মৃধার দোকানে গিয়ে হামলা চালান। তাতে দোকানের শোকেসের গ্লাস ভেঙে গুরুত্বপূর্ণ মালামাল নষ্ট হয়েছে।

দোকানমালিক বাদল মৃধা বলেন, ‘জাহিদুল ইসলাম বিশ্বাসের কাছে ২ হাজার ২০০ টাকা বাকি রয়েছে। ওই টাকা চাওয়ায় আমার দোকানে হামলা চালিয়ে শোকেসের গ্লাস ভেঙে ফেলেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

তবে ছোটবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, সামান্য কথা-কাটাকাটি হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ