২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলীতে সড়ক দূর্ঘটনায় আহত- ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের তালতলী উপজেলা পরিষদের সামনে সড়ক দূর্ঘটনায় মোঃ সুমন (৩০) ও মানসুরা বেগম (৪৫) আহত হয়েছে। গুরুত্বর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, আজ (বৃহস্পতিবার) বিকেল ৩ টার দিকে আমতলী থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি টমটম (টেম্পু) আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের তালতলী উপজেলা পরিষদের সামনে পৌছলে বিপরীত থেকে আসা একটি মোটর সাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের লাল মিয়ার পুত্র মোঃ সুমন ও শারিকখালি ইউনিয়নের নলবুনিয়া এলাকার মোঃ বিল্লাল মিয়ার স্ত্রী মানসুরা বেগম গুরুতর আহত হয়। আহতদের প্রথমে তালতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের অবস্থা আশংকাজনক হলে দ্রুত তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তালতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন বলেন, দূর্ঘটনায় আহত মানসুরা বেগমের ডান হাতের একটি আঙুল পড়ে গেছে এবং সুমনের মাথায় রডের আঘাত লেগেছে। আহত দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয় তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনা স্থানে পুলিশ গিয়ে রড বোঝাই টমটম (টেম্পু) গাড়ি ও ড্রাইভারসহ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

সর্বশেষ