২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলীতে ২০ লিটার চোলাই মদসহ আটক ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ আমতলী (বরগুনা) বরগুনার তালতলীতে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি ও মোটরসাইকেল চালককে আটক করেছে তালতলী থানা পুলিশ।
২ ডিসেম্বব শনিবার সকাল ৭টার দিকে তালতলী থানার সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন মাদক কারবারি মি. জয় রাখাইন (৩৫) ও মাদক বিক্রিতে সহযোগিতা করা মটরসাইকেল চালক মো. মামুন হাওলাদার (২৪)। তারা দুইজনই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশেপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নামিশেপাড়া রাখাইন পল্লীতে উৎপাদিত এ চোলাই মদ মটরসাইকেল যোগে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। একটি গোপন সংবাদের ভিত্তৈতে পুলিশের একটি টিম থানার পশ্চিম পাশের সড়কে চেকপোস্ট বসালে সকাল ৭টায় মাদক কারবারি মি. জয় রাখাইন ও মটরসাইকেল চাকল মামুনকে থামিয়ে চেক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি দেশিও চোলাই মদসহ আটক করা হয়। তাদের সাথে থাকা মাদক বহনকারী মটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, মাদক কারবারী জয় রাখাইন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছিল। চালান দেয়া কথা যেনে তালতলী থানা পুলিশ এই দুইজনকে মদসহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সর্বশেষ