১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিনে মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু কাঁঠালিয়ায় ডাকাতের গুলিতে আহত ২, টাকা-স্বর্ণালঙ্কার লুট শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে : পিরোজপুরে শেখ পরশ পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালাতে প্রতি মাসে দিতে হয় হাজার টাকা দশমিনায় মোটরসাইকেল মার্কার কর্মীকে পেটালো প্রতিপক্ষ জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য !

তালতলী উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ৬ ছাত্র।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ. আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ সদ্য ঘোষিত বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে শীর্ষ পদে জায়গা পেয়েছে ৬ শিশু। তাদের মধ্যে ২ জন মাধ্যমিক পাস করলেও ৪ জন পেরোয়নি স্কুলের গণ্ডি। এভাবে শিশুদের দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটির ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের তৃণমূলের কর্মীরা।
গত ১৬ জুলাই ২০২২ রাতে সরোয়ার হোসেন স্বপনকে সভাপতি ও এইচএম মিনহাজুল আবেদিন মিঠুকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইন ১৫২ সদস্যের এ কমিটি অনুমোদন দেন।
জেলা ছাত্রলীগের সম্মেলনের আগের দিন তড়িঘড়ি করে উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং ওই কমিটিতে শিশুদের শীর্ষ পদে রাখা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
জেলা ছাত্রলীগের দেওয়া তথ্য মতে, তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটিতে সহ-সম্পাদক পদে সানজিদ মাহমুদ সিফাত, রিয়ান জোমাদ্দার ও মো. হাসান হাওলাদারের নাম রয়েছে। এদের মধ্যে সিফাত অষ্টম ও রিয়ান ষষ্ঠ শ্রেণিতে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। একই পদে নাম থাকা হাসান হাওলাদার তালতলী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আরাফাত জোমাদ্দারও তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। অন্যদিকে সহ-সম্পাদক পদ পাওয়া মো. রনি খান ও ইমরান খান গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে বর্তমানে কড়ইবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরকার বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীরা ছাত্রলীগের কমিটিতে পদ পেয়েছে কিনা তা আমার জানা নেই। তবে রিয়ান, সিফাত ও আরাফাত আমাদের স্কুলের ষষ্ঠ, অষ্টম ও দশম শ্রেণির ছাত্র।
এদিকে অপ্রাপ্তদের উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা রইসুল আলম সাদ্দাম বেপারী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার মতো অনেক কর্মী আছে যারা নিঃস্বার্থভাবে ছাত্রলীগ করে আসছে। তবুও কমিটিতে আমাদের জায়গা হয়নি, পদ পেয়েছে স্কুলের ছাত্ররা। এটা আমাদের জন্য খুবই লজ্জার।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক জানান, কেন্দ্রের নির্দেশেই কমিটি দেওয়া হয়েছে। যেদিন তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে তার পরদিন জেলা ছাত্রলীগের সম্মেলন ছিল। তাই তাড়াহুড়ো করে কমিটি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৯ এপ্রিল বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সম্পাদক তানভীর হোসাইন তালতলী উপজেলা ছাত্রলীগের ১৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেন। এতে সরোয়ার হোসেন স্বপনকে সভাপতি ও মিনহাজুল আবেদিন মিঠুকে সাধারণ সম্পাদক করা হয়। চলতি বছরের ১৬ জুলাই পূনাঙ্গ কমিটি ঘোষনা করেন জেলা ছাত্রলীগ।

সর্বশেষ