৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলী নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র লুটপাটের স্বর্গরাজ্য

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্র ঘিরে চলছে লুটপাটের স্বর্গরাজ্য। কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও মালামাল লুটপাট করে চলছে কয়েকটি ভাঙ্গারি ব্যবসায়ী সিন্ডিকেট। অভিযোগ আছে স্থানীয় প্রশাসনের যোগসাজশে ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রকল্প সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অংকুজান পাড়া এলাকায় নির্মাণ হচ্ছে ৩৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। যার ব্যয় ধরা হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা। এই কেন্দ্রটি নির্মাণ প্রায় শেষ তবে গত দুই বছর ধরে এই প্রকল্পের বিভিন্ন কোটি টাকার মালামাল ও যন্ত্রাংশ লুটপাট করে চলছে কয়েকটি সিন্ডিকেট। স্থানীয়রা বলেন, কয়েক বছর আগেও তালতলীতে হাতে গোনা দুই একটি ভাঙ্গারি দোকান ছিল। এই তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার পরেই এসব ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্র লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তাপ বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট বাংলাদেশি এক শ্রমিক বলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির পরিচয়ে স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ীরা তাদের লোকজন দিয়ে কেন্দ্রের ভিতর থেকে কোটি টাকা দামের মূল্যবান মালামাল লোহা, তামার তার, এলুমিনিয়াম রাতের আঁধারে সিন্ডিকেট সদস্যদের দিয়ে চুরি করান। অভিযোগ আছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ভাঙ্গারি ব্যবসায়ীরা এসব মালামাল লুটপাট করে চলেছে যার কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করেন। এছাড়াও এই প্রকল্পের বিভিন্ন মালামাল পুলিশ জব্দ করার কিছুদিন পর অদৃশ্য কারণে আবার ছেড়ে দেওয়া হয়েছে। যার কারনে এসব অবৈধ ব্যবসায়ীরা প্রশাসনকে দুধ ভাত মনে করে। অনুসন্ধানে জানা যায়, স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতাদের ছত্রছায়ায় তালতলীতে ব্যাঙের ছাতার মতো ভাঙ্গারি দোকান গড়ে উঠেছে এসব দোকানে তাপ বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ মালামাল ক্রয় করেন। অথচ এসব দোকানগুলোই অধিকাংশই থানা থেকে এক কিলোমিটার এর মধ্যে। স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী মোহম্মদ চৌকিদার বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে দুটি ব্যবসায়ী চক্রের সিন্ডিকেট আছে। ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন তারা প্রতিদিনই তাপ বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ মালামাল লোকজন দিয়ে চুরি করিয়ে চোরাই পথে বিভিন্ন এলাকায় চালান পাঠান। তাপ বিদ্যুৎ কেন্দ্রের মূল সিন্ডিকেট এই দুই জনই। এ বিষয়ে তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, চোরাই সিন্ডিকেট প্রতিদিনই কেন্দ্রের মালামাল লুটপাট করে চলছেন। এসব ঘটনায় একাধিক চোরাই লোহা,তামাসহ মালামাল জব্দ করে মামলা করা হয়েছে। এছাড়াও আমাদের অভিযান অব্যাহত থাকবে চোর চক্রকে ধরার জন্য।

সর্বশেষ