২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

তৃণমূলকে মূল্যায়ন করতে হবে; আওয়ামী লীগের পরিচিতি সভায় এমপি টগর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উথলী ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ আওয়ামী লীগ, উথলী ইউনিয়ন শাখা’র আয়োজনে উথলী ডিগ্রী কলেজ চত্ত্বরে শনিবার (১৯শে ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় এই পরিচিতি সভা শুরু হয়। উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বার বার তাগিদ দিচ্ছেন তৃণমূলকে শক্তিশালী করার জন্য। আজ এ জায়গা থেকে আমরা সকলে শপথ নেবো আমরা তৃণমূলকে মূল্যায়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বাবু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মোঃ আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কফিলউদ্দিন কফিল, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান পিল্টু, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু জাফর, উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম জেবু, ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতকর্মীবৃন্দ।

পরিচিতি সভা শেষে অসহায় মহিলাদের মাঝে ২০টি সেলাই মেশিন এবং শীতার্তদের মাঝে ৩৫০ পিস কম্বল বিতরণ করা হয়। পরিচিতি সভার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ এবং সাংবাদিক সালাউদ্দিন কাজল। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল পরিমাণ নেতাকর্মীদের উপস্থিতিতে কলেজ চত্ত্বর লোকে লোকারণ্য হয়।

সর্বশেষ