১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রাণ চাইনা বাঁধ চাই সংসদে এমপি শাহজাদর ব্যাতিক্রমী উপস্থাপন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে জাতীয় সংসদে ভেরী বাঁধ চেয়ে ব্যাতীক্রমী বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু।
আওয়ামী লীগের এই এমপির গলায় থাকা প্ল্যাকার্ডে লেখা ছিলো ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’।
উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে ১৬ জুন বুধবার এ অবস্থায় বক্তৃতা দেন তিনি এম পি শাহজাদা।
প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় দাঁড়িয়ে এমপি শাহজাদা বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের রোষানলে পড়তে হয়েছিলো তাকে। শুধু তাই নয়, উপকূলের অনেক সংসদ সদস্যকে এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না তারা স্থায়ী বেড়িবাঁধ চান।এই বক্তব্য দেয়ার গলায় ঝোলানো প্ল্যাকার্ডটিও দেখান তিনি। ঘূর্ণিঝড় ইয়াসে পটুয়াখালীতে বাঁধ উপচে প্লাবিত হয়েছিল লোকালয়। ঘূর্ণিঝড় ইয়াসে পটুয়াখালীতে বাঁধ উপচে প্লাবিত হয়েছিলো লোকালয়।শাহজাদা বলেন, “এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিলো। আমি ওই জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ নই। তাই তাদের পক্ষ থেকে আমি এটা পরে দেখাচ্ছি, তারা এভাবেই বলেছিল- ‘ত্রাণ চাই না, বাঁধ চাই’।”সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসে উপকূলের বহু স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়। তা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।

সর্বশেষ