১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দশমিনায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গৌরনদী উপজেলা নির্বাচনে মনিরকে সমর্থন দিয়ে সরে দাড়ালেন মেরী আমুর নির্দেশনার বাইরে এক পা কেউ যেতে পারবেন না ভূমিদস্যু রুবেল সিকদারের নজর এখন প্রধানমন্ত্রীর ঘরের উপর বরিশালে খোলা বাজারে হেলমেট ছাড়াই মিলছে জ্বালানি তেল অর্ধশত বছর পর পিরোজপুর জেলা যুবলীগের সম্মেলন শনিবার বরগুনায় জেলেকে হ*ত্যার অভিযোগ মৎস্য বিভাগের বিরুদ্ধে, ভয়ে মাছ শিকার বন্ধ ‘লোভ দেখানো নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম’ দুমকীতে কাপ-পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হা*মলা, আ*হত ৫ ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস, নীতিমালা আসছে: পলক

দক্ষিণ ভবানীপুর খলিফা বাড়ি মসজিদের কমিটি গঠন, সভাপতি সোহরাব খলিফা ,সাধারণ সম্পাদক নুরুল হক খলিফা ।।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খলিফা মাইনুল (সিনিয়র রিপোর্টার) ।। মসজিদ আল্লাহর ঘর। আমরা দৈনিক পাঁচবার আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে হাজির হই। নবী কারিম (সা.) মদিনায় গমন করেই মসজিদে নববী গড়ে তুলেছিলেন।

 মসজিদে নববী ছিল ধর্মীয় শিক্ষাকেন্দ্র, জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার স্থল, মামলা মোকদ্দমার মীমাংসা ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু।

 শুধু ধর্মীয় উপাসনালয় নয়; বরং প্রতিটি মুসলমানের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মসজিদ।

 আমাদের দেশে মসজিদ গুলো পরিচালনার জন্য প্রতিটি মসজিদেরই একটি সুনির্দিষ্ট কমিটি রয়েছে। তাই মসজিদ কমিটি নিয়ে কোন ধরনের বিভাজন করাও উচিত নয়। 

 নানা ধরনের জল্পনা কল্পনার উপেক্ষা করে হাজারো বাধা চক্রান্তের সমাপ্তি ঘটিয়ে ঐতিহ্যবাহী দক্ষিণ ভবানীপুর খলিফা বাড়ি জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পূর্বে মসজিদে বসে মুসল্লিদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। 

এ মসজিদটি  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচন মহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে অবস্থিত।

বর্তমান সামাজিক ব্যবস্থায় মসজিদ পরিচালনা কমিটি মসজিদের গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ। মসজিদের যথাযথ ব্যবহার, মসজিদের উদ্দেশ্য বাস্তবায়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও উন্নতি ইত্যাদি বহুলাংশে নির্ভর করে মসজিদ কমিটির যোগ্যতা ও সদিচ্ছার ওপর। তাই মসজিদ কমিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

 এই নতুন কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী , সমাজসেবক নব নির্মিত মসজিদের রূপকার মোঃ সোহরাব হোসেন খলিফা ও সাধারণ সম্পাদক নুরুল হক খলিফা।

 কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, সহ সভাপতি মোঃ জাকির খলিফা, সহ সভাপতি মোঃ জালাল খলিফা, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস খলিফা, ক্যাশিয়ার মাওলানা মোঃ মাহমুদুল হাসান (শাহাজালাল), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফায়েজ,

 সাংগঠনিক সম্পাদক মোঃ সঞ্চয় খলিফা ,প্রচার বিষয়ক সম্পাদক মোঃ নান্নু খলিফা,দপ্তর সম্পাদক মোঃ মোশারফ খলিফা, ইসলামিক সাংস্কৃতিক সম্পাদক মোঃ দেনছের আলী খলিফা।

 এছাড়াও উপদেষ্টা হলেন, মোঃ কাঞ্চন খলিফা , মোঃ নুরু খলিফা , আব্দুল কাদের খলিফা , ফারুক খলিফা , লতিফ খলিফা, হানিফ খলিফা, শাহজাহান খলিফা। 

 এ সময় উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান , ফারুক খলিফা, শুক্কুর খলিফা, আবু ছালেহ খলিফা ,বাবুল খলিফা, আবু তাহের খলিফা, মাইনুল খলিফা, রফিক খলিফা, আলমগীর খলিফা ,জাহাঙ্গীর খলিফা, ইমন খলিফা , তানভির হোসেন খলিফা, শান্ত খলিফা, রাহাত খলিফা ,কাউসার খলিফা ,শাওন খলিফা ,সজিব খলিফা, আতাহার খলিফা, বশির খলিফা, নবীন খলিফা, শেখ সাদী খলিফা, সিফাত খলিফা ,খাইরুল খলিফা ,তিস্তি খলিফা, কাদের খলিফা, বারেক খলিফা, নূর হোসেন খলিফা ,নান্নু খলিফা ,শহীদ খলিফা ,শিক্ষক কামরুল হাসান, আব্দুল্লাহ খলিফা ,জসিম, ইমরান খলিফা ,ফোরকান খলিফা ,আব্দুল হক মোল্লা ,রাজু খলিফা, মনির খলিফা, হাসান, হাসিব খলিফা, বেলাল খলিফা, রাফি , আসলাম মোল্লা বাইজিদ খলিফা , সোহরাব মোল্লা সহ আরো প্রায় শতাধিক মুসল্লিগণ উপস্থিত ছিলেন।  

জুম্মার নামাজ শেষে সকলের জন্য দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। 

সর্বশেষ