১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দপদপিয়া-নলছিটি সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: দেড় বছরেও দপদপিয়া-নলছিটি সড়কের সংস্কার কাজ শেষ না হওয়ার প্রতিবাদে ও দ্রুত সড়ক চলাচল উপযোগী করে দুর্ভোগ লাঘবের দাবিতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১০ মার্চ) সকাল ৯টায় ঝালকাঠির নলছিটি উপজেলার কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

অবরোধকারীরা জানায়, সড়ক সংস্কার ও প্রশস্তকরণের নামে মাসের পর মাস দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত কাজ না হওয়ায় ধুলোবালিতে ঘরে থাকা যাচ্ছে না। দোকানপাট, হোটেল সবকিছুতে ধুলোর আস্তর জমছে। মাত্রাতিরিক্ত ধুলোবালির কারণে মানুষের সর্দি, চর্মরোগ, কাশিসহ শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে। জনদুর্ভোগ কমাতে উন্নয়ন কার্যক্রম চলাকালীন বারবার পানি দেয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। সড়ক ও জনপদ কর্তৃপক্ষের কাছে যেকোনো মূল্যে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির কাজ দ্রুত শেষ করতে হবে। অন্যথায় এ সড়ক অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে।

তারা আরো জানায়, ঠিকাদার এই রাস্তার কাজের শুরু থেকে নানা অনিয়মের আশ্রয় নিচ্ছেন, নিম্নমানের কাজ করছেন। স্থানীয়রা বার বার তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ও কোন সুরাহা হচ্ছে না। অদৃশ্য ইশারায় ঠিকাদার দীর্ঘদিন থেকে কাজ ফেলে রাখায় মানুষের দুর্ভোগ সীমা ছাড়িয়েছে।

অবরোধকালে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ