১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দলকে শক্তিশালী করতে তৃনমুল সংগঠিত করার বিকল্প নাই “

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধি: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃনমুল সংগঠিত করার বিকল্প নাই । তৃনমূল থেকে যড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। ১৫ আগস্টের ক্ষত চিহ্ন বাঙালি জাতিকে বয়ে বেড়াতে হবে যুগ যুগ ধরে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে। অন্ধকারের কোনো অপশক্তি এ গতি রোধ করতে পারবে না”।  

বাবুগঞ্জর জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কতৃক জাতী শোক দিবস ও বঙ্গবন্ধুর হত্যা প্রতিবাদে  অায়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন এসব কথা বলেন।
শনিবার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড অাওয়ামীলীগের কার্যালয়ে ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ইউসুফ খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম অার বাদল বিশ্বাস’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর  ইউনিয়ন চেয়ারম্যান এসএম তারিকুল ইসলাম তারেক, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে অালম বেপারি, উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামাল হোসেন, অাওয়ামীলীগ নেতা জাকির হোসেন অানিচ মোল্লা, ইউনিয়ন অাওয়ামীলীগের সহ সভাপতি নান্না অাকন, ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন, মোঃ নয়ন, ওয়ার্ড অাওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ অালা উদ্দিন, অাওয়ামী নেতা রহিম প্যাদা, যুবলীগ নেতা নাদিম অাল হেলাল, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, সাগর হোসেন, রিয়াদ, মোঃ হাচান প্রমুখ।
সভা শেষে ১৫ অগাষ্টে ঘাতকের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অাব্দুর রব সেরনিয়াবাদের পরিবারের নিহত  সকল সহিদদের অাত্মার মাগফিরত জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।

সর্বশেষ