৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দশমিনায় ডাকঘর ভবনের ছাদ ও দেয়ালে ফাটল , খসে পড়ছে পলেস্তারা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় ডাকঘর ভবনের ছাদ ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। খসে পড়ছে পলেস্তাারা, বর্ষা এলে ছাদ চুষে পড়ে পানি। নষ্ট হচ্ছে ইলেক্ট্রনিক সামগ্রি, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র। ভবনটি পরিত্যক্ত তালিকাভুক্ত হলেও নতুন ভবন নিমার্ণের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অপর দিকে ভবন ধসে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে ডাকঘরে কর্মরতদের আশঙ্কা।

 

জানা গেছে, ১৯৮৫-৮৬ সালে উপজেলায় দ্বিতল বিশিষ্ট উপজেলা ডাকঘরের ভবন নির্মাণ করা হয়। ভবন নির্মাণের পর নামেমাত্র একবার সংস্কার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। বর্তমানে ভবনটির দেয়ালে বড় বড় ফাটল ধরেছে, ছাদের নিচে পলেস্তারা খসে জং ধরা রড বের হয়ে আছে। বর্ষা হলে ছাদ চুষে পড়ে পানি। ফলে খসে পড়া পলেস্তারা ও ছাদ চুষে পড়া পানিতে উপজেলা ডাক ঘরে থাকা ইলেক্ট্রনিক, আসবাবপত্রসহ জনগুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হচ্ছে।

উপজেলা পোস্ট মাস্টার মো. মাহবুব আলম বলেন, প্রতিনিয়ত ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি হলে পড়ে পানি। এর মধ্যে অফিস করি প্রাণ হারানোর শঙ্কা নিয়ে।

উদ্যোক্তা মো. মাহামুদুল হক সজীব জানান, পলেস্তারা ও পানি পড়ে ল্যাপটপ, প্রিন্টার ও ফটোমেশিন নষ্ট হওয়ায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পটুয়াখালী মহাকুমা দায়িত্বরত পরির্শক মো. তরিকুল ইসলাম জানান, সপ্তাহ খানেক আগে যোগদান করেছি। তবে কয়েকটি ডাকঘর ভবন জরাজীর্ন অবস্থা দেখেছি।

ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. মোহসিন জানান, বরিশাল বিভাগে প্রায় শতাধিক জরাজীর্ন ডাকঘর নির্মাণের জন্য টেন্ডার দেয়া হয়েছে।’’

 

সর্বশেষ