১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন কাঠালিয়ায় অ*স্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নান্না গ্রেপ্তার

দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অতিরিক্ত সচিব

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।।
পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, নার্সিং, মিডওয়াইফারি অনুবিভাগ ও ঔষধ প্রশাসন মো. এনামুল হক। স্বাস্থ্য ব্যবস্থাপনা পর্যালোচনার অংশ হিসেবে রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিভাগের স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিদর্শনকালে জেলার বিভিন্ন উপজেলার অংশ হিসেবে রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্যৃ কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অনুবিভাগ ও ঔষধ প্রশাসন। এসময় তিনি হাসপাতালের জরুরী বিভাগ, আন্তঃবিভাগ, বহিঃবিভাগ, কমিউনিটি ভিশন সেন্টার, এএনসি-পিএনসি কর্নার, ডিইউএইচসিসহ হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মানে মুগ্ধ হয়েছেন বলে জানা যায়।
পরিদর্শন করলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, নার্সিং, মিডওয়াইফারি অনুবিভাগ ও ঔষধ প্রশাসন মো. এনামুল হক বলেন, হাসপাতালের নরমাল ডেলিভারীর উর্ধ্বগতি এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনে তিনি খুবই সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি অতিশীর্ঘই হাসপাতালের অবকাঠামো পরিবর্তনসহ নানা সমস্য সমাধানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন পরিচালক অর্থ ও স্বাস্থ্য অধিদপ্তর ডা. আমিনুল হক, সিভিল সার্জন, পটুয়াখালী ডা. এস. এম. কবির হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার গোলাম সরোয়ারসহ চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ, সেবিকা প্রমূখ।###

সর্বশেষ