১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দুমকিতে ওয়াশ পরিস্থিতি বিশ্লেষন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএসএআইডি’র অর্থায়নে উন্নয়ন সংস্থা আইডিই বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি এর সহযোগিতায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দুমকি, পটুয়াখালীর উদ্যোগে উপজেলা পর্যায়ে ওয়াশ পরিস্থিতি বিশ্লেষন ও করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-ইমরান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় এইচএম মাসুদ আল মামুন, ফরিদা ইয়াসমিন, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা। এতে বক্তব্য দেন দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক কেএম আনোয়ারুজ্জামান চুন্নু, উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, এনজিও ফোরামের সভাপতি হোসাইন আহমদ কবির, আইডিই বাংলাদেশের প্রতিনিধি মোঃ রেজওয়ানুল হক সবুজ প্রমুখ। উক্ত কর্মশালায় সাংবাদিক, সুধীজন, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সর্বশেষ