২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দুমকিতে কৃষকদের মধ্যে মুগডাল ভাংগা মেশিনের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ ওবায়দুর রহমান অভি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুমকি’র আয়োজনে কৃষকদের মধ্যে মুগডাল ভাংগা মেশিনের ব্যবহার বিষয়ক দিনব্যাপী ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার জামলা কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, ড. এইচ এম খাইরুল বাসার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান সরেজমিন গবেষণা বিভাগ, বিআর‌আই পটুয়াখালী। মোঃ মাইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মুহাম্মদ গোলাম কিবরিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র লেবুখালী পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, খামার বাড়ি, পটুয়াখালী। ড. মোহাম্মদ এরশাদুল হক উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এফ‌এমপি ইঞ্জিনিয়ারিং বিভাগ,বারি, গাজীপুর। আরো উপস্থিত ছিলেন খন্দকার মোঃ শফিকুল ইসলাম, হাব কো- অডিনেটর,সিমিট বাংলাদেশ, খুলনা অঞ্চল। কৃষিবিদ মোকছেদুল আলম আরাফাত, কৃষিবিদ মোঃ জাকারিয়া হাসান, ড. মুহাম্মদ জাকারিয়া হুসেন ও কৃষিবিদ মোঃ ইমরান হোসেন উপজেলা কৃষি অফিসার দুমকি প্রমূখ। এসময় বক্তাগন কৃষকদের মুগডাল ভাংগা মেশিনের ব্যবহার পদ্ধতির উপর বিস্তারিত বর্ননা দেন।
#

সর্বশেষ