২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দুমকিতে মাহফিলের কমিটি নিয়ে সংঘর্ষে মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর দুমকিতে মাহফিলের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ১০ দিন চিকিৎসাধীন থেকে মোশারেফ মুন্সির (৫০) মৃত্যুর পর ওই মামলার আসামি বাবা আবদুস ছত্তার হাওলাদার (৫৫) ও ছেলে সালাউদ্দিন বাপ্পীকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা সদর থানার পুরাতন ফেরিঘাটের মাঝগ্রাম এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৮ ও পুলিশ। শুক্রবার (১০ মে) দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৬ এপ্রিল রাত আটটায় পূর্ব কার্তিক পাশা মাহফিলকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে মোশারফ মুন্সিসহ ১৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মোশাররফ মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় ৭ মে রাত ১২টার দিকে মারা যায়। এ ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে পরওয়ানা জারি হয়।

ওসি তারেক মোহাম্মদ হান্নান জানান, যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করে দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ