৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

করোনায় দেশে প্রাণ গেলো আরও ৯ জনের, নতুন শনাক্ত ২৭৮

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক :: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী তিনজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮১৪ জনে।

একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৭৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জনে। এর আগের দিন (২২ অক্টোবর) দেড় বছরে সর্বনিম্ন চারজনের মৃত্যু হয় এবং সংক্রমিত হন ২৩২ জন।

শনিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি-বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার দুইজনের নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ২৭৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট এক কোটি দুই লাখ তিন হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৬ শতাংশ।

মৃতদের বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে দুইজন, রাজশাহীতে দুইজন, খুলনায় দুইজন, সিলেটে একজন, রংপুরে একজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৯৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ