১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

নওমালা মাঃ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র ৫১ সদস্য বিশিষ্টি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকার দৈনিক বাংলাস্থ পুস্পাদাম রেস্তোরাঁয় এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন। উক্ত সভায় নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৩ অক্টোবর ২০১৭ সালে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়। ২৯ জানুয়ারি ২০২১ সালে ঢাকাস্থ জনসন রোডের স্টার কাবাব রেস্তোরাঁয় এক সাধারণ সভার মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক অংশ প্রকাশিত হয়েছিল। করোনা মহামারীর প্রাদুর্ভাব এর কারণে বছর দেড়েকের মত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম স্থবির ছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম বেগবান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরো বেগবান করার জন্য ২৯ জানুয়ারি ২০২১ সালে প্রকাশিত কমিটির পুর্ণাঙ্গ রুপদান করা হয় ২০ জানুয়ারি ২০২৩ সালে।

এতে সর্বোসম্মতিক্রমে সভাপতি মোঃ টিপু সুলতান, সাধারণ সম্পাদক, মোঃ মমিন উদ্দিন খান, কোষাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আফছার উদ্দিন মৃধা এবং ০১ নং সিনিয়র সদস্য মোঃ মনজুরুল আলম নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যারা হলেন- সিনিয়র সহ-সভাপতি খ.ম. মশিউর রহমান লাভলু, সহ-সভাপতি মোঃ জালাল আহমেদ আকন, মোঃ মিজানুর রহমান বিশ্বাস, মোঃ মজিবুর রহমান পঞ্চায়েত, মোঃ শফিকুর রহমান ব্যাটন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ কামাল হোসেন বিশ্বাস, মোঃ মজিবুর রহমান দফাদার, মোঃ শাহজাদা হাওলাদার, মোঃ আবুল হোসেন পঞ্চায়েত, সহ-কোষাধ্যক্ষ মোঃ আশরাফ মীর, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান (মিন্টু), মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মোঃ মাইনুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক একেএম ফরহাদ হোসেন খান, সহ-প্রচার সম্পাদক মোঃ ইসমাইল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক মোঃ বজলুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ ইউনুছ বিশ্বাস, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক মোঃ আল আমিন তালুকদার, সাহিত্য বিষয়ক সহ-সম্পাদক মোঃ মেহেদী হাসান, আন্তর্জাতিক সম্পাদক মোঃ ইউনুছ ফকির, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক মোসাঃ নাজমা খানম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ দুলাল মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক মোঃ আফজাল হোসেন মৃধা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ আশিকুর রহমান (অপু), ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক মোঃ জসিম উদ্দিন মৃধা, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ আবু জাফর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. মোসাঃ শায়লা পারভীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাঈম বাশার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ রাঢ়ী, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ মাকসুদা বেগম উজ্জ্বলা।

এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন- মোঃ আবদুল মালেক মোল্লা, মোঃ রেজাউল করিম তালুকদার (রেজা), মোঃ আঃ করিম মীর, মোঃ শামীম হোসেন হাওলাদার, মোসাঃ নাছিমা বেগম, মোঃ রুহুল আমিন, মোঃ নাসির উদ্দিন, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ কামরুজ্জামান বাবু ও মোঃ আল-আমিন মৃধা।

সভাপতি মোঃ টিপু সুলতান তার অভিমত ব্যক্ত করে বলেন, নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে সেতু বন্ধন তৈরি করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। তাছাড়া বিদ্যালয়ের মেধাবী অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের সাহায্য-সহযোগিতা করারও এ সংগঠনের অপর একটি লক্ষ্য। সাধারণ সম্পাদক মোঃ মমিন উদ্দিন খান বলেন, সামাজিক, কল্যাণমুখী, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে এর যাত্রা শুরু হয়েছে। আশা করি, স্কুল ও ছাত্র-ছাত্রীদের কল্যাণে এ সংগঠন কাজ করবে। সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন তালুকদার বলেন, মানব কল্যানে, বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ডের পাশাপাশি জাতীয় পর্যায়ে কল্যাণমুলক কাজে সহযোগিতা করার উদ্দেশ্য এ সংগঠন কাজ করে যাবে। সমাজকল্যাণ সম্পাদক মোঃ আফছার উদ্দিন মৃধা বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি, প্রাথমিক শিক্ষা থেকে ঝরেপড়া শিশুদের শিক্ষাঙ্গণমুখী করাই হবে আমাদের প্রধান ব্রত। ১নং সদস্য এবং নওমালা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, বাংলাদেশ ডাক বিভাগ, মোঃ মনজুরুল আলম বলেন এ অ্যাসোসিয়েশন একটি সমাজ কল্যাণমুখী সংগঠন, আর্ত-মানবতার সেবায়, বিদ্যালয়ের উন্নয়ন, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো, শিক্ষার মানোন্নয়নে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, আমোদ ভ্রমণসহ, বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে এ সংগঠন কাজ করবে।

সর্বশেষ