১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ড ভাটিখানা জোড়া মসজিদ এলাকায় জমিজমা ও বিল্ডিং নিয়ে বিরোধ কে কেন্দ্র করে ফারজানা হক (৩১) ও তার দেবর ইমরান খান (২৮) কে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার সকাল সাড়ে ১১টায় নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার বাসিন্দা মোবারক আলী খানের পুত্রবধূ ও ছেলে।

বর্তমানে তারা মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত সূত্রে জানা যায়, মোবারক আলী খান ও নাসির খান এর যৌথ জমিতে বিল্ডিং নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। তবে কয়েক বছর ধরে নাসির খান ও তার পরিবার সমান অংশের বেশি সম্পত্তি দাবি করে এবং বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন পূর্ব শত্রুতার জের ধরে নাসির খানের ছেলে ইয়াসিন খান স্ত্রী রুবি বেগম মেয়ে নাসরিন সহ অজ্ঞাত ৩/৪ জনে পরিকল্পিতভাবে এ হামলা চালায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিম ভর্তি করে।

এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সর্বশেষ