১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

নগরীতে স্কুলের মাঠ রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কাউনিয়া এ. কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্কুলের সামনে কাউনিয়া প্রধান সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় প্রবীন বাসিন্দা নুরুল আমীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নগরীর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম মোর্তুজা আবেদীন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, কাজী এনায়েত হোসেন শিবলু ও পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সংগঠক লিংকন গায়েন প্রমুখ।

বক্তারা বলেন, এ. কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবন নির্মাণে ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ৭১ ফুট দৈর্ঘ এবং ২৩ ফুট প্রস্থ এই দ্বিতল ভবনের নীচতলায় সাইক্লোন শেল্টার এবং দোতালায় হবে ক্লাশ রুম। কার্যাদেশ পেয়ে ঠিকাদার পুরনো স্কুল ভবনের সামনে খেলার মাঠ বিনস্ট করে লে-আউট শুরু করেছেন। খেলার মাঠ অক্ষুন্ন রেখে ভবন নির্মাণের দাবি জানান।

সর্বশেষ