৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন বছরে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখবো : ডিসি খাইরুল আলম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শামীম আহমেদ :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, নতুন বছরে আমরা কাউনিয়া এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখবো। সবাই এক সাথে কাজ করলে এ এলাকাকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ছিনতাই মুক্ত করে এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আমরা প্রত্যকে প্রত্যকের মঙ্গল কামনা করবো। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। নিজেরা মাদক মুক্ত হয়ে সমাজকে মাদক মুক্ত করবো। যে উদ্দেশ্যে রাষ্ট্র আমাদেরকে নিয়োগ দিয়েছে সে উদ্দেশ্যকে সমুন্নত রেখে সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল কাউনিয়া থানার বার্ষিক পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,মনে রাখতে হবে আমরা বিদেশী নই, আমরা দেশী পুলিশ,জনগনের পুলিশ।তাই জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে।মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে।নিজেদের মধ্যে স¤প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে।বিট অফিসাররা নিজ নিজ বিটের সাধারন জনগনের সাথে মিশে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করুন। প্রত্যককে সাথে নিয়ে সমান ভাবে গুরুত্বদিয়ে কাজ করতে হবে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অপরাধের ধরন ও প্রকৃতি পরিবর্তন হয়েছে।তাই আমরা সমাজের প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করবো।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন,করোনা মহামারিকালে পুলিশ অত্যন্ত সুনামের সাথে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়েছে। এ সুনামকে কাজে লাগিয়ে স্বাস্থ্য বিধি মেনে জনগনের সেবায় পুলিশকে আরও অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

এর আগে কাউনিয়া থানায় পৌছলে ডিসি খাইরুল আলমকে কাউনিয়া থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।পরে তিনি সকল পুলিশ সদস্যদের সার্বিক বিষয়ের খোঁজ খবর নিয়ে গুরুত্বপূর্ন নির্দেশনা দেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ লোকমান হোসেন,পুলিশ পরিগর্শক (অপারেশন) মোঃ ছগির হোসেন প্রমুখ।

সর্বশেষ