১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন মাদকদ্রব্য ডায়ালেক্স ডিসিসহ র‍্যাবের হাতে ১জন আসামি আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

যুগের সাথে তাল মিলিয়ে মাদক ব্যবসায়ী ও সেবিরা তাদের কৌশল পরিবর্তন করছে। ফেন্সিডিল ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের বিকল্প জিনিস ব্যবহার করে মাদকসেবিরা করছে নেশা। যাতেকরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ সহজে ফাঁকি দেওয়া সম্ভব হয়। কিন্তু চোরের দশদিন সাধুর একদিন। ধরা তাকে পড়তেই হবে।

তারই ধারাবাহিকতায় সিপিসি-২, র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য ডায়ালেক্স ডিসিসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো সালাউদ্দিন মিয়া @ মিষ্টি (৩৫)। সে মহেশপুর থানার পদ্মপুকুর গ্রামের বকুল মিয়ার ছেলে।

শুক্রবার (১১ই সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন ও স্কোয়াড কমাণ্ডার এএসপি শফিকুর রহমানের নেতৃত্বে খালিশপুর বাজারের মেসার্স মা ট্রেডার্সের সামনের পাকা রাস্তার উপর হতে ৪৫ বোতল মাদকদ্রব্য ডায়ালেক্স ডিসিসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সীমকার্ড ও উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন।

সর্বশেষ