১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নলছিটিতে ৫৪টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারলো ইউপি চেয়ারম্যান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে নলছিটি মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ৫৪টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগ উঠেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ বেলা আড়াইটা পর্যন্ত বন্ধ রাখেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রিসাইডিং কর্মকর্তা অভিযোগে উল্লেখ করেন, ভোটকেন্দ্রের ৩ নম্বর বুথে নলছিটি মগড় ইউপির চেয়ারম্যান প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ৫৪টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারেন। উল্লেখিত ব্যালট বই নম্বর ২০৬৫। এতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল।

সর্বশেষ