২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
উজিরপুরের ৫ ইউনিয়নের শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। শনিবারও খোলা থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান খাল ও ড্রেন পরিষ্কার না করায় মশার উপদ্রব : মেয়র খোকন সেরনিয়াবাত আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে কোপালো স্বামী গৌরনদীতে সিএইচসিপি’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ভোলায় ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫ তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আমতলীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায় পিরোজপুরে বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে বরগুনায় ডায়রিয়ার প্রকোপ : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩ জন

নাজিরপুরে নিজের বাল্য বিয়ে ঠেকালো স্কুল ছাত্রী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে নিজের বাল্য বিয়ে ঠেকালো। ওই স্কুল ছাত্রী উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামের এক দিন মজুরের কন্যা। সোমবার(১৫ আগষ্ট)ওই স্কুল ছাত্রীর বিয়ের তারিখ ধার্য্য ছিলো।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার জানান, গত রবিবার সকালে ওই স্কুল ছাত্রী তার বিয়ে ঠেকাতে আমার কাছে আসলে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইন চার্জ (ওসি) কে জানাই ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ জানান, ওই স্কুল ছাত্রীর বিয়ের জন্য তার পিতা দিন তারিখ ধার্য করেন এবং গত রবিবার বিয়ের মেহমানদের জন্য বাজার করনে। বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে জানতে পেয়ে ওই ছাত্রীর পিতাকে ডেকে আনি। পরে তিনি তার কন্যাকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।

ওই স্কুল ছাত্রী জানায়, সে লেখা-পড়া করে স্বাবলম্ভী হতে চায়।কিন্তু পরিবার তার আগেই তাকে বিয়ে দিতে চায়। সে বাল্য বিয়ে থেকে রক্ষা পেতে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গিয়ে তার বিয়েটি বন্দরে জন্য বলেন।

সর্বশেষ