১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম উজিরপুরে নোটিশ ছাড়া দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ ! বাংলাবাজার খানকায়ে নেছারিয়ায় মাসিক তা'লিমী জলসা অনুষ্ঠিত

নাজিরপুরে যুবদলের গাড়ি বহরে ছাত্রলীগের হামলা, আহত ৭

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের নাজিরপুরে যুবদলের গাড়ি বহরে হামলা চালিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে যুবদল ও ছাত্রদলের ৭ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা-পিরোজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হন সাবেক জেলা যুবদল সদস্য ও নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজেদুল কবির রাসেল, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক শাহরিয়ার শিশির, সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রুম্মান, স্বরূপকাঠী স্বেচ্ছাসেবক দলের নেতা হোসাইন বাহাদুর, যুবনেতা মো. সবুজ, সুমন, রাজুসহ আরও অনেক নেতাকর্মী।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমীন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগানে বাধা দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।’

যুবদলের নেতৃত্বদানকারী সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ লিলন বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়নি। যুবদলের জনস্রোত দেখে ঈর্ষান্বিত হয়ে ছাত্রলীগ ও যুবলীগের কিছু সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।’

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘ছাত্রলীগ ও যুবদলের মধ্যে হামলার ঘটনা ঘটেনি। হোন্ডা (মোটরসাইকেল) শোভাযাত্রায় আমরা তাদেরকে নিরুৎসাহিত করেছি এটা অবৈধ, তারা প্রাইভেটকার, মাইক্রো নিয়ে যাবে, পরবর্তীতে আমাদের কথা মেনে নিয়ে তারা চলে গেছে।’

এর আগে ৫ সেপ্টেম্বর পিরোজপুর জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। নতুন আহ্বায়ক কমিটির নেতাদেরকে ঢাকা থেকে ফেরার পথে ফুলেল শুভেচ্ছা জানাতে মহাসড়কে জড়ো হয় নাজিরপুর উপজেলা যুবদল। এসময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে অতর্কিত হামলা চালালে যুবদলের একাধিক নেতাকর্মী আহত হন।

সর্বশেষ