১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নাজিরপুরে লকডাউন অমান্য করায় ৯ জনকে জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুরে লকডাউন অমান্য করায় ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার শ্রীরামকাঠী ও কবিরাজবাড়ী এলাকায় অভিজান চালিয়ে মোট ৯ জনকে এক হাজার ৭০০ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার সকাল থেকে পিরোজপুরে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। নাজিরপুরে লকডাউন বাস্তবায়নে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা শুরু করছে উপজেলা প্রশাসন।

মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।

বুধবার উপজেলার সব জায়গায় ভোর থেকে অভিযান চালানো হয়। এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় নয়জনকে জরিমানা করা হয়।

সর্বশেষ