৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নাজিরপুরে শালিস অমান্য করে সংঘর্ষ, আহত-৫

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক নারী সহ ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দীর্ঘা ইউনিয়নের মধ্য লেবুজিলবুনিয়া গ্রামে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় মোঃ আলতাফ হোসেন সুতার (৬০), তার স্ত্রী কহিনুর বেগম (৫৫) ছেলে ইদ্রিস সুতার(৩৬), ছোট ভাই মুহাসিন সুতার (৫০), কামরুল সুতার (৪৫) আহত হন। আহত ও হামলাকারীরা উভয় পক্ষ সম্পর্কে চাচাতো ভাই।
এ ঘটনায় আহত মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে রবিবার (৪ জুলাই) থানায় দায়ের হওয়া অভিযোগ ও আহতদের দেয়া তথ্য মতে জানা গেছে, ওই গ্রামের প্রতিপক্ষ চাচাতো ভাই আলাউদ্দিন সুতারদের সাথে আহত আলতাফ হোসেন সুতারদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ জমি নিয়ে শনিবার (৩জুলাই) বিকালে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠক অমান্য করে প্রতিপক্ষ আলাউদ্দিন সুতারের নেতৃত্বে ১২/১৩ ওই দিন সন্ধ্যায় কামরুল হোসেনের ঘরে হামলা করে ও ঘর ভাংচুর করে। এতে বাঁধা দিলে এ সময় তাদের উপর হামলা করে আহত করে।
এ ব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিন সুতারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ওই হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জানান, প্রতিপক্ষ চাচাতো ভাইরা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
নাজিরপুর থানা পুলিশের অফিসার ইন চার্জ মোঃ মুনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনী ব্যাবস্থা নেয়া হবে।

সর্বশেষ