২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

নামাজ আদায়ের মধ্য দিয়ে ভোলার মডেল মসজিদের উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি :: ভোলায় বৃহস্পতিবার জোহর নামাজ আদায়ের মধ্য দিয়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হয়েছে। নামাজ পড়তে বিভিন্ন এলাকার মুসল্লিরা ছুটে আসেন।

দেশব্যাপী প্রথমপর্যায়ে ৫০টি এমন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরী উপস্থিত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরিফ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মো. আব্দুল হাইসহ এলাকার মুসল্লিদের নিয়ে তিন তলাবিশিষ্ট মসজিদ ক্যাম্পাস পরিদর্শন করেন।

এ মসজিদ ক্যাম্পাসে রয়েছে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কার্যক্রম পরিচালনা কক্ষ, রয়েছে ইসলামী গবেষণা সেন্টার, রয়েছে প্রশিক্ষণ সেন্টার, লাইব্রেরি, ইসলামী সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। নারীদের নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা আছে।

এ মসজিদ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। কারোনাকালীন পরিস্থিতিতে তিনি উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি শুভেচ্ছা জানান।

উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, এ মসজিদের ইমাম পদে নিয়োগের জন্য ২০ জন আবেদন করেন। প্রথম নিয়োগ পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারেননি, তাই বুধবার দ্বিতীয় দফা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তবে ১২ জন প্রার্থী থেকে বাছাই করে মুয়াজ্জিন নিয়োগ দেয়া হয়েছে।

ভোলা-বরিশাল সড়কের পাশে ব্যাংকেরহাট এলাকায় এমন নান্দনিক মসজিদের উদ্বোধনীতে এলাকার মানুষ বৃষ্টি উপেক্ষা করে ভিড় জমান। অনেকে নামাজ আদায় করেন।

৯ হাজার স্কয়ার ফুটের এ ভবনে একসঙ্গে এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী।

উদ্বোধনের প্রথম দিনে জোহর নামাজ আদায় করতে বিভিন্ন এলাকার মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে আসেন বলে জানান স্কুলশিক্ষক শামিম।

সর্বশেষ