৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পবিপ্রবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে কর্মশালা ও আলোচনা সভা। দুমকি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। এনডিবিএ'র শোক প্রকাশ গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট গ্রেফতার ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন!

নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রহিম রেজা, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি সোনালী মোড় এলাকার স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য রিনা আক্তার মালা ও তার স্বামী বদিউজ্জামান বদুর বিরুদ্ধে শারমিন আক্তার (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর গতরাতে ওই নারী গৃহবধূ রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেন। শারমিন সৌদি প্রবাসী ও গাজিপুরের শেখ তুশারের স্ত্রী। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন শারমিন আক্তার জানান, সোমবার বিকেলে একটি মুরগি আত্মীয় ও প্রতিবেশী ইউপি সদস্য রিনা আক্তার মালা ঘরে মুরগিটির পা ভেঙে দেয়। মুরগির পা ভাঙার কারন জানতে গেলে ক্ষিপ্ত হয়ে মালা ও বদু দুজনে মিলে দেশীয় অস্ত্রী দিয়ে শারমিনের মাথায় আঘাত করে ফাটিয়ে যায় এবং বুকে পা দিয়ে আঘাত করে। তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য রিনা আক্তার মালা ও তার স্বামী বদিউজ্জামান বদু জানান, ঘরে ইটপাটকেল নিক্ষেপ ও গালমন্দের প্রতিবাদ করায় কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে, তার মাথা ফাটানো হয়নি। রাজাপুর থানার এসআই সোয়াইব হোসেন জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ