২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
উপজেলা নির্বাচন : ঝালকাঠি সদরে আরিফুর, নলছিটি সালাহউদ্দিন নির্বাচিত নেছারাবাদ উপজেলায় আব্দুল হক, কাউখালিতে আবু সাঈদ চেয়ারম্যান নির্বাচিত মুলাদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান জহির উদ্দিন খসরু নির্বাচিত ভোটকেন্দ্র ফাঁকা: লুডু খেলায় মশগুল আনসার সদস্যরা জাতীয় শিক্ষা সপ্তাহ২০২৪- হামদ ও নাতে সারা দেশে ২য় হয়েছেন চরফ্যাশনের নায়েলা নাফিসা সাংবাদিক নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাইসির মৃত্যুতে বিশ্ব একজন দায়িত্বশীল নেতাকে হারিয়েছে: বিএমএল জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত হিজলা ও মুলাদীতে ভোটগ্রহণ চলছে ! কেন্দ্রগুলো ফাঁকা ফাঁকা উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আপত্তিকর ভিডিও ভাইরাল !

নারী ও কিাশোরীদের সহনশীলতা বৃদ্ধিতে প্রকল্প উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনে নারী ও কিশোরীদের সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯আগস্ট) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সুরক্ষা ইউনিটের তত্ত্ববধানে এফসিডিও-র অর্থায়নে ইউএনএফপিএ এর কারিগরি সহযোগীতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইকবাল কবীর চৌধুরী, পরিচালক ও সমন্বয়কারী জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সুরক্ষা ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. একেএম শফিকুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপস কুমার শীল , উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। সভায় পিএইচডি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফাতেমা শওকত জাহান রোজীর প্রকল্পের বিষয় বস্তু আলোকপাত করে। এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারী ও কিশোরীদের স্বাস্থ্য ঝুঁকি স্পষ্ট হয়ে উঠেছে। চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে নারী, কিশোরী, শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষগুলো এ ঝুঁকির আওতায় রয়েছে। ঝড় ও জলোচ্ছাসসহ বিভিন্ন জলবায়ু প্রভাবে কারণে চরাঞ্চলের নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবার উন্নয়নে পিএইচডি এ প্রকল্পে কাজ করে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকায় দূর্যোগের আগেই যেন নারী ও কিশোরীরা সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে সেই দিকগুলোর প্রতি প্রকল্প সংশ্লিষ্টরাসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। এমওডিসি ডা.আশরাফুল ইসলাম সুমন এর উপস্থাপনায় সভায় সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ