১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী নির্যাতনের প্রতিবাদে ও শাস্তির দাবিতে গৌরনদীতে মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

গৌরনদী প্রতিনিধি:
দেশ ব্যাপি ধর্ষনসহ নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের গৌরনদী প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে বন্ধুসভার সদস্য ছাড়া শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন শেষে গৌরনদী বন্ধু সভার সভাপতি শ্রীকৃঞ্চ সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জনকণ্ঠের ষ্টাফ রির্পোটার খোকন আহম্মেদ হীরা, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক আকন, মাইনরিটি রাইটস্ ফোরামের গৌরনদী পৌর কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, এইড’র নির্বাহী পরিচালক ও সুজনের গৌরনদী উপজেলা কমিটির সাধারন সম্পাদক প্রেমানন্দ ঘরামী, পদক্ষেপ এর গৌরনদী ব্রাঞ্জ ব্যবস্থাপক মৃত্যুঞ্জয় বিশ্বাস, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময়ের আগৈলঝাড়া প্রতিনিধি এস.এম, শামীম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি ও প্রথম আলো বন্ধসভার সাবেক সভাপতি পলাশ তালুকদার, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সম্পাদক এস, এম, মিজান, যুগ্ম সম্পাদক শামীম মীর. ছাত্র অধিকার পরিষদ বরিশালের সমন্বয়কারী রনি খোন্দকার, প্রথম আলো বন্ধু সভার সভাপতি শ্রীকৃঞ্চ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সুবর্না, জি.এম গ্রুপ অব অর্গানাইজেশনের চেয়ারম্যান কবি ফকরুল আবেদীন তানভীর, সাংবাদিক ফারুক হোসেন মোল্লা, আরেফীন রিয়াদ, সৌরভ হোসেন, রনি মোল্লা, এইচ,এম, লিজন প্রমূখ। বক্তারা ধর্ষনসহ নারী নির্যাতনের জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ