২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গলাচিপায় মাছ ধরাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর কলাপাড়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে খাল ভরাট বরিশালে অভয়াশ্রমের নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৮ জেলেকে জরিমানা বরিশাল-পটুয়াখালীসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুটি মৃত কচ্ছপ বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার হলেন কবি বিজন বেপারী রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাথে এসএম জাকিরের মতবিনিময় সুধীজনদের সন্মানে  চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইফতার মাহফিল  হার্ডলাইনে পুলিশঃ এবার বরিশালে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলবেনা

নিজেরা মাদক মুক্ত হয়ে মানবিক পুলিশ হয়ে মাদক নির্মুলে কাজ করতে হবে : ডিসি খাইরুল আলম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, দুর্নীতি, পুলিশি নির্যাতন মাদক মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে বিট পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করতে হবে। মাদক নির্মুলের কথা শুধু মুখে বললে হবেনা। নিজেরা মাদক মুক্ত হয়ে মানবিক পুলিশ হয়ে মাদক নির্মুলে কাজ করতে হবে।

সোমবার (২৯ জুন) বেলা ১১ ঘটিকায় বরিশাল এয়ারপোর্ট থানায় অনুষ্ঠিত পুলিশের বিশেষ সভায় তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, করোনা মহামারীতে জনগনের পাশে দাড়িয়ে পুলিশ যথেষ্ঠ সুনাম কুড়িয়েছে। এ সুনামকে কাজে লাগিয়ে বিট পুলিশিং ব্যবস্থাকে শক্তিশালী করে জনগণের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে হবে। সমাজে চুরি ডাকাতি বন্ধ করতে বিট পুলিশিং ব্যবস্থার বিকল্প নেই। আইজিপি স্যারের নির্দেশনা অনুযায়ী সড়ক পথে উন্নয়নের নামে কোন প্রকার চাঁদাবাজী চলবেনা। চাঁদাবাজী মুক্ত পুলিশ গড়তে সকল পুলিশ সদস্যদের একনিষ্ঠ ভাবে কাজ করতে হবে।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন,করোনা ভাইরাসকে ভয় পাওয়ার কিছুই নেই। করোনাকে জয় করে সামনে এগিয়ে যেতে হবে।আইজিপি স্যারের নির্দেশনাকে কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে জনগণের কাছে পুলিশি সেবাকে আরও বেগবান করতে হবে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে পুলিশকে আধুনিকায়ন করতে হবে। আমাদের অভিভাবক ডিসি খাইরুল আলম স্যারের সুযোগ্য নের্তৃত্বে সবাইকে একটি পরিবারের হয়ে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক(তদন্ত) শাহ মোঃ ফয়সাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ এয়ারপোর্ট থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

সর্বশেষ