২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নেছারাবাদে জমি নিয়ে বিরোধে ভাগনেকে পিটিয়ে হত্যা, মামা-মামি আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি ::: পিরোজপুরের নেছারাবাদে জমি নিয়ে বিরোধের জেরে মামা শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে ভাগনে মো. মাসুমকে (৫০) পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের বেলতলা এলাকার এ ঘটনায় পুলিশ শাহাদাৎ ও তাঁর স্ত্রীকে আটক করেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হাবিবুর রহমান বলেন, ‘শুনেছি মামা-ভাগনের মধ্য জমি নিয়ে বিরোধ রয়েছে। গতকাল সোমবার মাগরিবের নামাজের পর দুজনের মধ্যে তর্ক হয়। এ সময় শাহাদাৎ চাম্বলের মোটা কাঠ দিয়ে মাসুমের মাথায় আঘাত করে। তাতে মাসুম রাস্তায় লুটিয়ে পড়ে। পরে আরও আঘাত করতে থাকলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।

প্রতিবেশী ডা. মাসুম বিল্লাহ বলেন, ‘শুনেছি শাহাদাৎ হোসেন মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ভাগনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আজ মঙ্গলবার ভোরে মাসুম মারা গেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরওয়ার বলেন, রাতে শাহাদাৎ পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকাবাসীর সহায়তায় স্ত্রীসহ তাঁকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ