১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

নেছারাবাদে বাল্যবিয়ের অপরাধে বর ও কনের বাবাকে জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) বাল্যবিয়ের অপরাধে বরকে ও কনের বাবাকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলা সদর ইউনিয়নের পূর্ব অলংকারকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বর ও কনের বাবাকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই গ্রামের এসএসসি পাস এক ছাত্রীর (১৬) সঙ্গে একই উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের নূর মোহাম্মদের ছেলে শাহ জামালের (৩৮) বিয়ের আযোজন করা হয়। আর এ বিয়ে উপলক্ষে গত ৩০ জুলাই রাতে মেয়ের বাবার বাড়িতে ভোজের আয়োজন করা হয়।

খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করতে রাতেই ঘটনাস্থলে যান ইউএনও মো. মোশারেফ হোসেন। সে সময় ওই বাল্যবিয়ে বন্ধ করে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বরকে ৫০ হাজার ও কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এবং ওই মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য তার বাবাসহ অভিভাবককে নির্দেশ দেন।

সর্বশেষ