১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে ২ ইটভাটাকে জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় দুই ইটভাটাকে ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্যাহ ও আসাদুজ্জামান রনির নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, অভিযানের সময় বেগমগঞ্জ উপজেলার ছমির মুন্সীর হাট এলাকায় অনিবন্ধিত ইটভাটা দিগন্ত ব্রিকস ফিল্ডকে নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপনের অপরাধে এক লাখ টাকা এবং সেনবাগ উপজেলার ফতেহপুর এলাকায় মেঘনা ব্রিকস ফিল্ডকে এক লাখ চল্লি­শ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া কয়লার চুলি­র মুখে পানি দিয়ে স্প্রে করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, বেশির ভাগই অনিবন্ধিত ভাটা এবং জেলা প্রশাসনের অনুমোদন না নিয়ে মাটি কাটার অপরাধে এ দন্ড দেয়া হয়। সতর্কতা হিসেবে লাইসেন্স করার নির্দেশ দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তর, নোয়াখালীর উপ-পরিচালক, সহকারী পরিচালক, নোয়াখালী পুলিশ প্রশাসন এবং নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সর্বশেষ