১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালী রাঙ্গাবালীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন আহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৬ জন আহত হয়েছে। গত সোমবার দিন দুপুর তিনটায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন রাঙ্গাবালীর নয়ারচর গ্রামের নাসির হাওলাদার (৬০) তার ছেলে কামাল হাওলাদার (২৮) জামাল হাওলাদার (৩৫) স্ত্রী নুর চেহারা বেগম (৫০) মেয়ে ফাজিনূর বেগম (৩৩) ও নাতি জাহিদ (১২)।

আহতরা বর্তমানে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে গুরুতর আহত কামাল হাওলাদার শাররিখ অবস্থার অবনতি দেখলে সেখানের কর্তব্য রত চিকিৎসক মুমূর্ষ অবস্থায় শেবাচিমে প্রেরণ করে। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি দেখলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফারর কথা বলে। অথচ আহত পরিবারের ঢাকা নিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় আপাতত শেবাচিমে চিকিৎসা করাচ্ছে। আহত সূত্রে জানা গেছে নাসির হাওলাদারের সাথে পার্শ্ববর্তী আজাহার রাড়ির সাথে দেড় একর সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে । এ নিয়ে দু’পক্ষের একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ গত বছর স্থানীয়ভাবে থানা পুলিশ ও স্থানীয়রা সালিশ ব্যবস্থার মাধ্যমে নাসির হাওলাদারের পক্ষে রায় দেয়। এদিকে গত রবিবার রাতে প্রতিপক্ষ আজাহার রাড়ি গংরা রাতের আধারে জমি দখলের উদ্দেশ্যে সেখানে ঘর নির্মাণ করে। খবর পেয়ে পরেরদিন দুপুর তিনটায় নাসির হাওলাদার গংরা জমিতে ঘর নির্মাণ ও জমির ফসল কাটতে বারণ করে ও যাদের মাধ্যমে শালিস হয়েছে তাদেরকে নিয়ে একটা মীমাংসার কথা বলে। অথচ পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা আজাহার রাড়ি গংরা দেশীয় অস্ত্র নিয়ে নাসির হাওলাদের পরিবারের উপর হামলা চালায়। এ সময় আজাহার রাড়ির ছেলে মোশারফ,শাহ আলম,বিল্লাল হাওলাদার, চুন্নু রাড়ি,খলিল পেদা,রওশনারা বেগম ইমাম রাড়ি সহ অজ্ঞাত ৮/১০ জন দেশীয় অস্ত্র দিয়ে নাসিরা হাওলাদারের পরিবারের উপর হামলা চালায়। এতে নাসির হাং,কামাল হাং,নূর চেহারা বেগম,ফাজিনুর,জামাল, ও জাহিদ গুরত্ব আহত হয়। পরে স্থানীয়রা তাদের মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার আহতর পরিবারের উপর মামলা না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় প্রতিপক্ষর আজাহার গং সন্ত্রাসীরা।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ