২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাকেরগঞ্জে গ্রামাঞ্চলে চোর-ডাকাত আতঙ্ক ! গায়ে মাখছেনা পুলিশ বরিশালে পেশাজীবি সমন্বয় পরিষদের ঈদ পুনর্মিলনী এবার তালতলীর আরেক ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল মনপুরায় ব্যবসায়ীর দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু বরগুনায় সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক বরিশাল সদর উপজেলা নির্বাচনে আমার কোন চেয়ারম্যান প্রার্থী নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গাবালীতে মুগডাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, দুই নারীসহ আহত ৭ ববি শিক্ষিকার চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩ দেশীয় তহবিলের অর্থে নির্মাণ হচ্ছে মীরগঞ্জ সেতু

পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

বিশেষ প্রতিনিধিঃ- পটুয়াখালী জেলা সদরে দেশের অন্যতম শীর্ষ বেসরকারী ব্যাংক আইএফআইসি’র শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মে) বেলা ৯ ঘটিকায় জেলা সদরের ৬৫, পুরাতন স্টিমারঘাট, টিনপট্রি, নতুন বাজার সংলগ্ন এ শাখার উদ্বোধন করা হয়।
আইএফআইসি পটুয়াখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার ইসরাক মাহমুদ খান এর সভাপতিত্বে বরিশাল শাখার ম্যানেজার মোঃ আইউব আলী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মাদ ইমাদুল হক প্রিন্স। এসময় অনুষ্ঠানের বক্তব্য রাখেন পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, ব্যবসায়ী সোলায়মান সাগর, মোঃ আবু জাফর, দুলু মৃধা, পটুয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিশনার মোঃ রাজুল হাছান লাবু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মতিউর রহমান। সমাপনি বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক হেড অফিসের এসএমই বিভাগের মোঃ মন্জুরুল মুমিন। অনুষ্ঠানে পটুয়াখালী বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দসহ পটুয়াখালী বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানের সভাপতি ও আইএফআইসি ব্যাংক পটুয়াখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার ইসরাক মাহমুদ খান সুমন আইএফআইসি ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, অন্যান্য ব্যাংকের চেয়ে এ ব্যাংক গ্রাহকদের বেশি সুবিধা প্রদান করবে। গ্রাহকদের হিসাব খোলার ক্ষেত্রে কোন সার্ভিস চার্জ কর্তন করা হবে না। বরং প্রতিটি হিসাবের অনুকুলে রাখা টাকার প্রতিদিন লাভ্যংশ দেয়া হবে। স্বল্প সুদে দেয়া হবে গৃহ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের ঋণ। তাছাড়াও অত্র এলাকার ব্যবসা বাণিজ্য গতিশীল করার ক্ষেত্রে এ ব্যাংক অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আবু সাইদ।

সর্বশেষ