১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

পটুয়াখালীতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের ওয়েবপোর্টাল হালনাগাদকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ও কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় প্রকল্পভুক্ত ২টি উপজেলা ও ৩০টি ইউনিয়ন পরিষদের ওয়েবপোর্টাল হালনাগাদকরণ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণের ১ম ব্যাচ ১৮ নভেম্বর বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত রিফ্রেশার্স প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জি.এম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ পরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত),পটুয়াখালী। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার হাসান মোহাম্মদ শোয়াইব এবং সহকারী প্রোগ্রামার মোঃ রুবায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (EALG) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোমেন খান। প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনকালে জি.এম. সরফরাজ বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীগণ ইউনিয়ন ও উপজেলা পরিষদের ওয়েবসাইট হালনাগাদকরণ বিষয়ক বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারবেন এবং হাতেকলমে ওয়েবসাইট হালনাগাদকরণের দক্ষতা অর্জন করবেন। ফলে সংশ্লিষ্ট পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। তিনি বলেন বর্তমানে ইউনিয়ন পরিষদের ওয়েবপোর্টাল হালনাগাদকরণের কাজ অনেকটাই পিছিয়ে আছে। সেজন্য তিনি আগামী ১ মাসের মধ্যে প্রকল্পভুক্ত সকল ইউপি ও উপজেলা ওয়েবপোর্টাল হালনাগাদ করার নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, জেলা প্রশাসন ও ইএএলজি প্রকল্প কর্তৃক আয়োজিত ২ (দুই) ব্যাচের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার উপজেলা টেকনিশিয়ান,সিএ এবং পটুয়াখালী জেলার প্রকল্পভুক্ত ৩০টি ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্দ্যেক্তাগণ সহ মোট ৬৪ জন অংশগ্রহণকারী।

সর্বশেষ