২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে চাঁদার দাবীতে কাপড় ব্যবসায়ীর দোকানে হামলায় ভাংচুর জখম প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলা পটুয়াখালী পৌরসভার টাউন কালিকা পুর পানির ট্যাংকি সংলগ্ন পুরাতন কাপরের মার্কেটের সাইফুল এর দোকানে চাঁদার দাবিতে হামলা চালায় এলাকার লতিফ প্যাদা ও তার বাহিনী এর প্রতিবাদে মানববন্ধন করেছে পুরাতন কাপড়ের মার্কেট মালিক কর্মচারীবৃন্দ।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায় গত ১৬ এপ্রিল পটুয়াখালী পৌরসভার টাউন কালিকা পুর পানির ট্যাংকি সংলগ্ন পুরাতন কাপরের মার্কেটে বিকাল বেলা মোঃ লতিফ প্যাদা পিতা – আফসের প্যাদা, মনোয়ারা বেগম পিতা- মন্নাব, রেবা বেগম স্বামী – লতিফ প্যাদা, রায়হান প্যাদা, রাব্বি প্যাদা উভয় পিতা- লতিফ প্যাদা, মোঃ মানিক পিতা- ইউনুস মাস্টার, সর্ব সাং টাউন কালিকা পুর, পটুয়াখালীরা সাইফুল এর কাপড়ের দোকানে ঢুকে প্রান নাশের হুমকি দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এছাড়াও আমার দোকানের মালাল ও নগদ টাকা নিয়া যায়। আহত সাইফুলের আর্তচিৎকারে আসপাশের দোকানীরা আগাইয়া আসিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত সাইফুল কে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয় সাইফুল বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ