১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধের দাবি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর গলাচিপায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, ভেটেরিনারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানব স্বাস্থ্যের সুরক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় সব কাজে উপজেলা প্রশাসন পাশে থাকবে। সামনে নির্বাচন গলাচিপাসহ সারাদেশে আতশবাজিসহ আইনবহির্ভূত সব কাজকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিরুৎসাহিত করেছেন। থার্টি ফার্স্ট নাইটে অযথা আতশবাজির জন্য শিশুদের বিভিন্ন সমস্যা হয়। সবাইকে আতশবাজি না ফুটানোর জন্য অনুরোধ করা হয়।

মানববন্ধনে স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী, বিডি ক্লিন গলাচিপা, অভিযাত্রিক ফাউন্ডেশন গলাচিপা, প্রগতি ফাউন্ডেশন গলাচিপা, রেড ক্রিসেন্ট গলাচিপা এবং উপজেলার বিভিন্ন সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

সর্বশেষ