১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছানেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামপন্ট বালিকা অনুর্ধ-১৭ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ও পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় আবুল কাসেম স্টেডিয়ামে এ ফুটবল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন পটুয়াখালী এস এম শাহজাদা এমপি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম ,জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান,পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম সারোয়ার। এ ছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইসরাত জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা,সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খানসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নের্তৃবৃন্দ।
পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছানেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামপন্ট বালিকা অনুর্ধ-১৭ পটুয়াখালী জেলার ৮ টি উপজেলা ও পটুয়াখালী পৌরসভার ১ টিসহ মোট ৯ টি দলে ভাগ হয়ে এ খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ