১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
এবার দশমিনায় নির্বাচন বর্জনের ডাক দিল বিএনপি ঝালকাঠিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৫ দুমকিতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সাখাওয়াত হোসেন খান পলাশ নলছিটিতে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, গ্রেপ্তার ১ উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজের বিরুদ্ধে উজিরপুরের আলোচিত শিশু তামান্না ধর্ষন ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার। আমতলীতে হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে ধর্ষণের পর শিশু হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার বাবা-ছেলে

পটুয়াখালীতে বাস মালিকদের কটূক্তির অভিযোগে দুই চেয়ারম্যান লাঞ্ছিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীতে বাস মালিকদের গালাগাল ও কটূক্তির অভিযোগে গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ ও দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটনকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৭ জুন) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্র জানায়, পটুয়াখালীর দশমিনা, বাউফল ও গলাচিপা উপজেলা থেকে সরাসরি ঢাকায় চেয়ারম্যান ট্রাভেলসের বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বুধবার পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলাম বাস মালিক ও চেয়ারম্যান ট্রাভেলসের মালিকপক্ষের সঙ্গে বসেন। সভায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও গলাচিপা পৌরসভার মেয়র এবং উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণভাবে সভা শেষে বের হয়ে যাওয়ার পথে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ পটুয়াখালী বাস মালিকদের উদ্দেশ করে কটূক্তি এবং গালাগাল করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাসমালিকরা। তারা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ ও ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটনকে চড়থাপ্পড় ও কিলঘুসি মারেন। এসময় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন শাহিন শাহ ও লিটন।

জানতে চাইলে পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ‘আজ সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের মৌসুমে পটুয়াখালী বাস মালিক সমিতি উপজেলা থেকে নিয়মিত ঢাকা পর্যন্ত বাস পরিচালনা করবে। আর উপজেলা পর্যন্ত যদি চেয়ারম্যান ট্রাভেলস বাসের রুট পারমিট নিতে পারে তাহলে তারাও বাস পরিচালনা করবেন। কিন্তু রুট পারমিট ছাড়া কেউ বাস চালাতে পারবেন না। সভা শেষে বের হওয়ার পথে শাহিন শাহ বাসমালিকদের কটূক্তি করায় বাসমালিকদের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে।’

এ বিষয়ে জানতে গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহর ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

তবে চেয়ারম্যান ট্রাভেলসের মালিক ও দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন বলেন, ‘স্থানীয় মালিকদের সঙ্গে সমন্বয় করে বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে মালিক সমিতির কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আমার সঙ্গে এবং গলাচিপা উপজেলা চেয়ারম্যানের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমার বাসের টিকিটসহ কাগজপত্র নিয়ে গেছে। আমার কাউন্টার ভাঙচুর করা হয়েছে।’

পটুয়াখালীর জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। জেলা বাস মালিক সমিতির সভাপতিতে সমাধানের জন্য বলা হয়েছে।

সর্বশেষ