৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮১ জনের করোনা শনাক্ত রেকর্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালীপ্রতিনিধি :: করোনাভাইরাসের শুরু থেকে পটুয়াখালী জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু না হলেও এ পর্যন্ত মারা গেছেন ৬০ জন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২১২ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ৩৪ জন। এছাড়া কলাপাড়া ১৬ জন, দশমিনা ১৩ জন, বাউফল ৯ জন, দুমকি ৪ জন ও মির্জাগঞ্জ ১ জন শনাক্ত হয়েছেন। জেলায় মোট পজেটিভ দুই হাজার ৯৭২ জন এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৭ জন। আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৫৩০ জন। এর মধ্যে হাসপাতালে ৪৬ জন, হোমে ৪৮৪ জন।

এ পর্যন্ত ২৪২১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।

সর্বশেষ