২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আমতলীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায় পিরোজপুরে বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে বরগুনায় ডায়রিয়ার প্রকোপ : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩ জন পটুয়াখালীতে তীব্র দাবদাহ ও খরা থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায় বিসিএস পরীক্ষায় অংশ নিতে বাস সহায়তা দেবে ববি কর্তৃপক্ষ বরিশালে ভোট কেন্দ্রে থাকছে না সিসি ক্যামেরা দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিমে জনসচেতনতা মূলক প্রচারণা শুরু বরিশালে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় চরফ্যাশনে একাধিক স্হানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত পিরোজপুরে বৃষ্টির জন্য কাঁদলেন শত মুসল্লি

পটুয়াখালীর চার সেতুতে লাইট পোস্টে আলো নেই

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের লাউকাঠী, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতুতের লাইট পোস্ট থাকলেও আলো জ্বলে না। এছাড়াও লাউকাঠি সেতুতে পায়ে হাঁটার পথের স্লাব গুলিও ভাঙ্গা থাকায় এই পথে চলাচলকারী মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সমস্যা সমাধানে স্থানীয়রা সড়ক ও জনপথ বিভাগে দফায় দফায় অবহিত করলেও কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

পটুয়াখালী সদর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে লাউকাঠী নদী। নদীর দক্ষিণ প্রান্তে পটুয়াখালী জেলা শহর। উত্তর প্রান্তে সদর উপজেলার তিনটি ইউনিয়ন। দৈনন্দিন কাজে লাউকাঠী, ইটবাড়িয়া ও বদরপুর ইউনিয়নের হাজার হাজার মানুষকে পায়ে হেটে সেতু পারাপার করতে হয়। এ ছাড়া প্রতিদিন এই পথ দিয়েই পটুয়াখালী এবং কুয়াকাটার সাথে সারা দেশের যানবাহন গুলো চলাচল করে। তবে ব্রীজের পায়ে হাটার পথের কংক্রিটের স্লাব গুলো ভাঙ্গা থাকায় এবং রাতে ব্রীজের লাইট পোস্ট গুলোতে লাইট না থাকায় অনেকটা ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষদের। মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা।

অপরদিকে জেলার কলাপাড়া উপজেলা থেকে কুয়াকাটার শিববাড়িয়া নদী পর্যন্ত ১৭ কিলোমিটারের মধ্য শহীদ শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু ২০১৬ সালের ২৫ শে মার্চ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের কয়েক বছর যেতে না যেতেই ব্রীজের সোলার লাইট গুলো নষ্ট হয়ে যায়। সেতুতে লাইট না থাকায় অনেকটা ভোগান্তি নিয়ে চলাচল করতে হয় দুই পাড়ের মানুষকে। রাতে ব্রীজে এক ভুতুরে পরিবেশ তৈরী হয়, আড্ডায় জমায় বখাটেরা।

এ ব্যপারে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ কামরুল হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিভিন্ন সময় ব্রীজে আলোর ব্যবস্থা করলেও রাতের আঁধারে লাইট এবং তার চুরি হয়ে যাওয়ায় সমস্যার তৈরী হচ্ছে। তবে কিভাবে সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে উর্দ্ধোত্বন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ