২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ: ফিলি*স্তিনে গ*ণহ*ত্যা বন্ধের দাবী দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ

পটুয়াখালীর টেংরাখালীতে পূর্বশত্রুতা ও জমিজমার বিরোধে প্রতিপক্ষ কে কুপিয়ে জখম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলার সদর উপজেলার টেংরাখালীতে পূর্বশত্রুতা ও জমিজমার বিরোধে প্রতিপক্ষ মোতালেব খান গংদের হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে জখম করে এলাকার শানু ও বেল্লাল বাহিনী।
২৬ মে বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে পটুয়াখালী সদর থানার মধ্যে টেংরাখালী গ্রামের বারেক ভুইয়ার বাড়ির পশ্চিম পাশে মন্টু খানের দোকানের সামনে পূর্বশত্রুতার জের ও জমিজমার বিরোধ কে কেন্দ্র করে মোঃ মোতালেব খান (৫৯) পিতা-মৃত হাজী আমজেদ আলী খান, মোঃ আল আমিন মৃধা(২৮), মোঃ লিটন মৃধা,মোঃ ফোরকান মৃধা, সর্বপিতাঃ মৃত আঃ মজিদ মৃধা, মোসাঃ মনুজা বেগম স্বামী- মোঃ মনির হোসেন মোল্লা, মোসাঃ বেবী স্বামী,- মোঃ কবির হোসেন কে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে জখম করে একই এলাকার সন্ত্রাসী বাহিনী মোঃ শানু আকন(৫৫) পিতা মৃত কালু আকন, মোঃ বেল্লাল আকন(২৮), মোঃ নাজমুল আকন(২২), মোঃ ইমরান আকন (১৮) সর্ব পিতা- মোঃ শানু আকন, মোঃ মনজু আকন(৪২), পিতা মৃত কালু আকন, মোঃ ছিদ্দিক মৃধা, মোঃ নিজাম মৃধা উভয় পিতা-মৃত সামেজ মৃধাসহ আরও অঞ্জতনামা ৭/৮ জন।
বিবাদের সাথে বাদীদের জমিজমা ও পারিবারিক বিষয় নিয়া অনেক দিন যাবত বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে বিবাধীরা পূর্বপরিকল্পিত ভাবে লাঠি সোঁটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মোতালেব গলদের হত্যা করার উদ্দেশ্য ওৎ পেতে থাকে। ঘটনার দিন বিকালে ঘটনা স্থলে আসিলে বিবাদীর হত্যার উদ্দেশ্য হামলা চালায়। এ হামলায় মোতালেব খানসহ মোঃ আলআমিন মৃধা, মোঃ লিটন মৃধা,মোঃ ফোরকান মৃধা আহত হয়। গুরুতর আহতদের স্থানীয়রা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয় পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ